হাওজা নিউজ এজেন্সি: রাসুলুল্লাহ (সা.) বলেছেন,
إِنَّ مِنَ السَّرَفِ أَنْ تَأْکُلَ کُلَّ مَا اشْتَهَیْتَ
“অপচয়ের মধ্যে একটি হলো— যে ব্যক্তি তার ইচ্ছা মতো সবকিছু খায়।”— অর্থাৎ, যে ব্যক্তি তার ইচ্ছা অনুযায়ী (প্রয়োজন ও চাহিদার অধিক) সবকিছু খায়, সেটি অপচয় বা অতিরঞ্জনের মধ্যে পড়ে।
[নাহজুল ফাসাহা, পৃষ্ঠা ৩৩২]
এই হাদিস আমাদের শিক্ষা দেয় যে দৈনন্দিন জীবনে স্বাভাবিক সীমা অতিক্রম করে খাওয়া-দাওয়া করা শুধুমাত্র স্বাস্থ্যহানিকর নয়, বরং নৈতিক ও সামাজিক দিক থেকেও অপচয় ও অতিরঞ্জনের পরিচায়ক।
আপনার কমেন্ট